Beginners Guide to Content Creation

বর্তমানে ভালো একটা  content  এর চাহিদা বলে শেষ করা যাবে না। বিভিন্ন  Organization, multinational company  এবং  online  বিভিন্ন  platform  এ Content creator  দের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলছে। আমাদের এই কোর্সটি থেকে একজন  beginner  যার  Content Creation  সম্পর্কে কোনো ধারণা নেই এমন একজন  person content Creation,  Content Writing, Image Creation, Audio and Video content Creation সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ,পাশাপাশি article  লেখার মাধ্যমে কিভাবে অনলাইন থেকে অর্থ  উপার্জন করা যায় সে সম্পর্কে জানতে পারবে। এছাড়া ভবিষ্যতে  Content Creating Sector  এ Career  গড়ার দিকনির্দেশনা পাবে যার মাধ্যমে একজন ব্যক্তি ভালো একটা ইনকামের সুযোগ সৃষ্টি করতে পারবে।

Introduction:

Content is not only King, It is The Kingdom. বর্তমানে  Content creation Digital marketing এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, Content কে Digital marketing  এর প্রাণ বলা হয়। কম্পিটিশনের এই যুগে ভালো একটা  Content Business  কে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে,  Target audience grow, লিংকে ক্লিক করতে, চ্যানেল  Subscribe  করতে এবং বিভিন্ন বিষয়ে মানুষকে  influence  করতে একটা  better Content  এর ভূমিকা অপরিসীম।

Content Creation  কোর্সটিতে সম্পূর্ণরুপে একটা  content  লেখার  planning থেকে শুরু করে  Website  এ  Publish  করে  traffic generate  করা অবধি প্রয়োজনীয় যা যা তথ্য এবং জ্ঞান লাগবে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে। এছাড়া  Content marketing, Copy-writing, Blogging  এগুলা সম্পর্কে জানা যাবে। একজন  Content marketer Customer Profitability  বাড়ানোর জন্য কী কী কৌশল অবলম্বন করে, কীভাবে  Content marketing strategy develop, organize  এবং  implement  করা হয় এবং  Content marketing  এর  effectiveness  সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

আমরা জানি অডিও কনটেন্ট এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গাড়িতে বসে অডিও শুনতে শুনতে অনেক প্রয়োজনীয় জিনিস শেখা যায়। এই কোর্সটি থেকে অডিও এবং ভিডিও কনটেন্ট  Creation সম্পর্কে ধারণা পাবেন  এবং Image  Creation, Infographics, Canva  এগুলো শিখতে পারবেন।

Description:

প্রতিযোগীতামূলক এই যুগে ইন্টারনেটে প্রতিনিয়ত হাজার হাজার  Content  প্রকাশিত হচ্ছে কিন্তু সঠিক পদ্ধতি এবং নিয়মকানুন মেনে  Content  প্রকাশ না করায় পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আমাদের এই কোর্সটির মাধ্যমে কিভাবে  Content  এ অধিক traffic generate করা যায়, Content marketing strategy এবং অল্প সময়ে  Customer এর attention পাওয়ার কৌশলগুলো শিখতে পারবে।

এছাড়া ধাপে ধাপে  Content writing  এর বিভিন্ন কৌশল,   Professional Content writer হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, Blog post  লেখার পদ্ধতি, SEO optimization কৌশল এবং freelancing সম্পর্কে যাবতীয় দিকনির্দেশনা অর্জন করতে পারবে।

About Course

  • Duration-1 Month
  • Module-3
  • Lesson-12
  • Total Class-12
  • Class length- 1 Hour
  • 3 Days per week

কারা কোর্সটি করতে পারবে-

  • যেকোনো ব্যক্তি  যে  Content writer  হতে চায় কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারতেছে না তাদের জন্য এই কোর্সটি ভালো গাইডলাইন দিবে।
  • অনলাইনে লেখালেখি করতেছে কিন্তু  Traffic generate  করতে পারতেছে না তারা course  টির মাধ্যমে Visitor  বাড়ানোর কৌশল জানতে পারবে।
  • Creative জব খুজতেছে এমন যেকোনো ব্যক্তির জন্য  Content writing  খুবই ভালো একটা সুযোগ সৃষ্টি করে দিবে।
  • পড়াশোনার পাশাপাশি যারা  Passive income  করতে চায় তারা কোর্সটি থেকে  প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে বিভিন্ন সাইটে লেখালেখি করে অর্থ উপার্জন করা শিখতে পারবে।
  • Writing  এ আগ্রহী যেকোনো ব্যক্তি যে  marketable Content creation  এ দক্ষ হতে চায় এবং  content creating সেক্টরে আগ্রহী ব্যক্তি ।
  • Students  যারা তাদের  Professional Writing skills  বাড়াতে চায় তারা খুবই ভালো গাইডলাইন পাবে।

কোর্সটি থেকে যা যা শিখতে পারবে-

একজন ভালো  Content Creator  হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের কোর্সটি থেকে জানা যাবে। যেমন-

  •  Content  Creation
  •  ‍Social Media Content Creation
  • Content writing
  • Content marketing
  • Copywriting
  • Blog post writing
  • SEO
  • Audio Content
  • Video Content
  • Image Creation
  • Marketing Strategy
  • Freelancing  ETC

কোর্সটি করার জন্য কি কি প্রয়োজন-

  • কোর্সটি করার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার নেই।
  • আমাদের কোর্সটিতে  Root level  থেকে সবকিছু শেখানো হবে  So you need Zero prior experience or skill to join this course.
  • Basic Computer Skill and literacy  সম্পর্কে ধারণা থাকলে ভালো।

প্রয়োজনীয় জিনিস-

  • একটি মোবাইল ফোন/ ল্যাপটপ/ ডেস্কটপ
  • ইন্টারনেট সংযোগ

কোর্সটি কেন করবে-

প্রযুক্তির এই যুগে আমরা একটি দিনও  Internet  এ কোনোকিছু পড়া ছাড়া থাকতে পারি না । প্রাত্যহিক জীবনের নানান প্রয়োজনে আমরা প্রতিদিনই ওয়েবসাইটে  বিভিন্ন কনটেন্ট যেমন  Blogposts, articles, promotional post  আরো প্রয়োজনীয় বিভিন্ন লেখা অনলাইন থেকে পড়ে থাকি।এখন প্রশ্ন হচ্ছে এই লেখাগুলো লেখে কে? ওয়েবসাইটে যারা বিভিন্ন বিষয়ে  Content লেখালেখি করে থাকে  তাদের বলা হয়  Content Writer. একজন  Content writer  তার লেখালেখির মাধ্যমে কোনো বিষয়বস্তুকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে ।

          যেকোনো প্রমোশনের জন্যই বা প্রাত্যহিক সব ধরনের লেখালেখির কাজেই প্রয়োজন একটি ভালো মানের  Content . আপনি  Customer  কে ইমেইল করবেন বা ‍ Social media- য়  post  ‍দিবেন বা  Blog  এ ‍ article  লিখবেন অবশ্যই সুন্দর একটি  Content  এর প্রয়োজন হবে এবং এটির  marketing  করতে হবে।

  • Customer  এর সাথে সম্পর্ক স্থাপন করতে আকর্ষণীয়  Content  এর বিকল্প নেই
  • Product  বা  Service  সম্পর্কে জানাতে  Content marketing  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • বিজ্ঞাপন,  E-mail marketing, Facebook boost, Youtube video  সবকিছুর জন্য একটি আকর্ষণীয় ও গ্রহণযোগ্য  Content  প্রয়োজন।
  • একটি ভালো মানের  Content audience  কে  Visitor  থেকে  Customer  এ রুপান্তর করতে পারে।

Methodology

  • কোর্সের সকল ক্লাস  Google Meet  এর মাধ্যমে নেওয়া হবে।
  • মাঝেমাঝে ভিডিও রেকর্ড এবং মাঝেমাঝে  Powerpoint  এর মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে।
  • ক্লাস শেষে  One to one Feedback নেওয়া হবে।
  • আমাদের কোর্সটি হবে খুবই  Organized  এবং  Easy.

প্রতিটি লেসন শেষে প্র্যাকটিস করার জন্য রয়েছে Quiz, Assessment এবং Project.

কিভাবে কোর্সটি করতে পারবে-

 Writing  এ আগ্রহী যেকোনো ব্যক্তি ঘরে বসে ইন্টারনেট ইউজ করে  catadu.com  এর ওয়েবসাইটে  Enroll  করে কোর্সটি করতে পারবেন। এছাড়া আপনার মোবাইল ফোন দিয়ে catadu.com এ ঢুকে Search বাটনে online Content Creation course for beginners লিখে সার্চ দিলে কোর্সটি পেয়ে যাবেন। ডিজিটাল এই যুগে Content Creation Course টি খুবই সময়উপযোগী এবং freelancing Sector এ career গড়ার খুবই ভালো একটা মাধ্যম তাই দেরী না করে এখনই নিচের লিংকে রেজিষ্ট্রেশন করুন।

এছাড়াও Facebook Page  এবং Quora তে কোর্সটি সম্পর্কে জানতে পারবেন।

Scroll to Top