বাংলাদেশে বসবাসরত যেসকল ছাত্রছাত্রীরা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রস্ততি নিচ্ছো তাদের সর্বোচ্চ প্রস্ততির জন্য এ ভিডিওগুলো প্রস্তত করা হয়েছে । উচ্চতর গণিত থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় ২০০ মার্কের উত্তর করতে হয় (মোট ৬০০ নাম্বারের ভেতর) । আমার এ সবগুলো ভিডিওগুলো যদি তুমি মনযোগ সহকারে দেখো তবে তোমার জন্য ওই ২০০ নাম্বারের উত্তর করা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে এবং আরও একটা কথা, যেকোনো কোচিং এর ক্লাসে তোমাদের যেটুকু শেখানো হবে এখানে তোমরা তার থেকে সমৃদ্ধতর এবং আরও পূর্ণাঙ্গ কনটেন্ট পাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে ফেলি।
The detailed video description about BUET Admission:
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ১ঃ ম্যাট্রিক্স ও নির্ণায়ক
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ২ঃ ভেক্টর
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ৫ঃ ১ম অংশঃ বিন্যাস
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ৫ঃ ২য় অংশঃ সমাবেশ
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ৬+৭ঃ ত্রিকোণমিতি
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ৮ঃ ফাংশন
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ৯ঃ ১ম অংশঃ লিমিট
উচ্চতর গণিতঃ প্রথম পত্রঃ অধ্যায় ৯ঃ ২য় অংশঃ অন্তরীকরণ
আংশিক ভগ্নাংশঃ যোগজীকরণ শুরুর পূর্বে এটা দেখে নেয়া ভালো
উচ্চতর গণিতঃ দ্বিতীয় পত্রঃ অধ্যায় ১ঃ বাস্তব সংখ্যা ও অসমতা
উচ্চতর গণিতঃ দ্বিতীয় পত্রঃ অধ্যায় ২ঃ যোগাশ্রয়ী প্রোগ্রাম