আপনি কি Website Design শিখে, নিজের Creative idea কাজে লাগিয়ে career গড়তে চান? Front-end Design – এ শক্তিশালী ভিত্তি তৈরি করতে চান? এই কোর্সটি HTML5, CSS, JavaScript এবং Bootstrap framework- এ guideline দিয়ে frontend design- এ participants- দের শক্তিশালী ভিত্তি তৈরি করতে সহায়তা করার জন্য। কোর্সটির মাদ্ধমে আধুনিক web design- এর মৌলিক বিষয়গুলো জানুন এবং step-by-step basic বিষয়গুলো শিখুন ।
Get started designing websites with HTML, CSS, Basic JavaScript, and bootstrap framework.
আপনি যদি Website designing- আগ্রহী হন, নিজস্ব website design শুরু করতে চান, অথবা front-end design শিখতে আগ্রহী হন, এবং নিজের creativity কাজে লাগিয়ে ক্যারিয়ার এর শুরু করতে চান, এবং websites create- এর জন্য সর্বোত্তম অনুশীলনে একটি কঠিন ভিত্তি প্রয়োজন মনে করেন , তাহলে এই কোর্সটি আপনার জন্য। ওয়েবসাইট ডিসাইন কোর্সটি মূলত অংশগ্রহণকারীদের HTML5, CSS এ basic to advanced level পর্যন্ত শিখানো হবে। JavaScript এর কনসেপ্ট, photoshop এ image manipulation এ দক্ষতা অর্জনে পাথেয় হবে। Bootstrap framework-এর বেসিক শেখানো হবে যাতে একজন অংশগ্রহণকারী খুব সহজেই responsive website তৈরী করতে পারে, এবং পরবর্তীতে নিজের দক্ষতা অর্জনে একধাপ অগ্রসর হতে পারে, এবং front-end design– এ পারদর্শী হতে পারে ।
আপনি যদি Video দেখে শেখা পছন্দ করেন, তাহলে কোর্সটি সম্পর্কে জানতে নিচের Video -টি দেখতে পারেন:
Video: Website Design Webinar
Develop your skills by learning Front-end Designing.
যারা Front-end Design এ নিজেদের স্কিল ডেভেলপ করতে চান তাদের প্রাথমিক ভাবে অবশ্যই HTML, CSS এ ভালো ভাবে জ্ঞান রাখতে হবে। এই website design language গুলি beginner-friendly হওয়ায় learner-দের কাছে খুব জনপ্রিয় । এখন অনেকেই YouTube tutorials, online থেকে নিজেদের skill develop করে website design এ career develop করছে । অনেকসময় self-motivation, proper guidelines এর জন্য দক্ষতা অর্জনের প্রক্রিয়া অসম্পর্ণ থেকে যায়। যারা সঠিকভাবে skill develop করতে চান, এবং পেশা হিসিবে নিতে চান তাদের জন্য আমাদের এই online course- টি অনেক সহায়ক হবে । যেহেতু এখানে আমরা step by step guidelines এর মাধ্যমে এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে একজন participant কে তৈরী করবো।
Career in website designing- (Learn & earn).
Website designing শুধু একটি শিল্প নয়, এটি পেশাদারদের কাছে এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আগের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। একটি ওয়েবসাইটের মাধ্যমে লোকেরা বিশ্বব্যাপী তাদের brand value, শ্রোতাদের কাছে personal interest উপস্থাপনের জন্য একটি website তৈরি করতে পছন্দ করে। একটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায়ীক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা সম্পর্কে সবার সামনে খুব সহজেই প্রকাশ করছে । এবং কম খরচে কিন্তু দ্রুত ব্যবসার প্রসার করতে পারছে । বাজারে বর্তমান আগ্রহ এবং মূল্য বিবেচনা করে এই পুরো কোর্সটি একটি অংশগ্রহণকারী front-end design বেসিক জ্ঞানকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে , যাতে যে কেউ সহজেই একটি website design, create এবং maintenance করতে পারে। Website design শিখে নিজের website- এর মাধ্যমে অর্থ উপার্জন বা আপনার website host করার উপায় যেমন – Affiliate Marketing, AdSense নিয়ে কোর্সটিতে ধারণা দেওয়া হবে।
এই কোর্স সমাপ্ত হওয়ার পর যে কেউ স্বল্প বিনিয়োগে নিজের ব্যবসা শুরু করতে পারবে, বাসা থেকে কাজ করতে পারবে । Frelancing শুরু করতে পারবে, অল্প সময়ে অর্থ উপার্জন করতে পারবে, দর্শকদের কাছে বিষয়বস্তু উপস্থাপন করতে পারবে, এবং নিজের প্রশিক্ষণ ইনস্টিটিউটও শুরু করতে পারবে।
সর্বোচ্চ মানের ইন্টারনেট-ভিত্তিক সম্পদ তৈরিতে মানুষ এবং ব্যবসায়ীদের সহায়তা করার জন্য সর্বদা দক্ষতা, এবং যোগ্যতার প্রয়োজন হবে । তাই website designer & developer, market place-এ সবসময়েই demandable থাকবে। website design- এ দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে, আগ্রহী যে কেও একজন game developer, বা web content specialist, graphic designer, search engine optimization specialist, marketer, web master, production artist, web designer এবং developer হতে পারেন, অথবা হতে পারেন top most demandable freelancer.
Master the necessary tools and soft skills to be a good website designer.
শুরুতে আপনি একটি free text editor install এবং configure করবেন, তারপর আপনি আপনার প্রথম web page structure তৈরি করবেন। তারপর আপনি ধীরে ধীরে আরো পরিশীলিত এবং ক্রমবর্ধমান ব্যবহারিক ওয়েব পেজ, এবং ওয়েবসাইট তৈরি করতে শিখবেন HTML এবং CSS এ knowledge অর্জনের মাদ্ধমে । পরবর্তীতে আপনার দক্ষতা বৃদ্ধিতে JavaScript এর basics, adobe Dreamweaver, bootstrap framework এবং image manipulation এর basic ধারণা দেওয়া হবে এবং শেখানো হবে । যাতে খুব সহজেই আপনি complete website design করতে পারেন, এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে career stablish করতে পারেন। websites কিভাবে তৈরি এবং standard maintain করতে হয় তা দেখানো হবে , আপনাকে search engine optimization- এর প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি, এবং কিভাবে web hosting করতে হয় তার basic concept দেওয়া হবে।
Throughout the course, you will learn –
সামগ্রিকভাবে এই কোর্সটি থেকে আপনি আপনার চেষ্টা এবং আমাদের গাইডলাইনস-এ শিখতে পারবেন –
- কিভাবে HTML দিয়ে একটি ওয়েবসাইট ডিজাইন এবং তৈরি করতে হয়।
- CSS এর কনসেপ্ট ক্লিয়ার করা হবে, যা দিয়ে সহজেই HTML এর content-কে / websites -কে user/audience এর কাছে visually অনন্য, এবং আকর্ষণীয় করতে পারবেন । CSS একটি ওয়েব পেজে প্রেজেন্টেশন (যেমন- layout, color, font) যোগ করে যেখানে HTML page structure তৈরি করে।
- এই প্রশিক্ষণে আপনাকে ধারণা দেওয়া হবে কিভাবে একটি webpage- এর অপরিহার্য উপাদানগুলি (যেমন, color, space, text, images and links, multimedia) নান্দনিক, কার্যকরী, ব্যবহারযোগ্য Design-এর সাথে সম্পর্কযুক্ত করতে হবে। কিভাবে ওয়েব পেইজের ইনফরমেশন অথবা কনটেন্ট ডিসাইন করতে হয় ।
- শিক্ষার্থীদের Bootstrap সম্পর্কে Basic প্রশিক্ষণ দেওয়া হবে । যা একটি আধুনিক front-end framework এবং যা একটি সুন্দর responsive interactive site তৈরি করতে আপনাকে সাহায্য করবে ।
Course content at a glance–
Module 1: Creating & designing a webpage
- এই অধ্যায়ে target audience, purpose of web design, characteristics of a good website এর উপর বিস্তারিত ধারণা দেওয়া হবে । যাতে website create- এর পূর্বে সঠিকভাবে design টা প্ল্যান করা যায়। এবং ওয়েব কি, ওয়েব স্ট্রাকচার/ টেকনোলজি , ক্লায়েন্ট-সার্ভার আর্কিটেকচার , ব্রাউজার, সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা দেওয়া হবে, যাতে খুব সহজেই ওয়েবসাইট এর পারিপার্শ্বিক পরিবেশটা বুজতে পারেন।
- Website Design-এর গুরুত্বপূর্ণ base markup language HTML, HTML5 সম্পর্কে শিখবেন । Editor installation , HTML এর basic structure
- , HTML- এর elements , কিভাবে HTML দিয়ে page layout create করা যায় তা শেখানো হবে।
- ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড স্ক্রিপ্টিং, ফিচার, কখন কোন স্ক্রিপ্টিং ইত্যাদি ব্যবহার করা উচিত, এদের মধ্যে প্রধান পার্থক্য কি সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হবে।
- কোর্সটি আপনাকে static site এবং dynamic site সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে। যাতে করে আপনি কোন সাইটের চাহিদা আছে তা জানতে পারেন । ক্লায়েন্টের প্রয়োজনীয়তা, বাজেট, প্রয়োজন জানার পর কোন সাইটটি আপনাকে ডিজাইন করতে হবে বুজতে পারবেন,এবং সেই অনুযায়ীই ক্লায়েন্ট কে সার্ভিস দিতে পারবেন ।
- ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য HTML Form, form elements, Form control create করতে পারবেন । এবং I-frame, frameset layout ইত্যাদি কিভাবে তৈরি করা শিখতে পারবেন ।
Module 2: Enhancing webpage
- এই অধ্যায়ে আপনি adobe Dreamweaver-এ কিভাবে HTML & CSS দিয়ে পূর্ণাজ্ঞ website create করা যায় তা শিখতে সক্ষম হবেন ।
- Cascading Style Sheets (CSS) সম্পর্কে বিস্তারিত শিখবেন । আপনি জানতে পারবেন CSS কি, কিভাবে এবং কোথায় ব্যবহার করতে হয় । CSS ব্যবহারের উদ্দেশ্য, কিভাবে CSS HTML এবং HTML5 এর সাথে কাজ করবে ,Types of CSS, CSS Selectors, Declaration, Properties, Box Model, outline, CSS Grid Adv. CSS Styling ইত্যাদি শিখবেন ।
- Bootstrap দিয়ে কিভাবে responsive site create করা যায় , তা শিখতে পারবেন।
- এই কোর্সে, আপনি জানতে পারবেন কিভাবে JavaScript আয়ত্ত করতে হয়। আপনি basic JavaScript Statements/Commands, Variables, Arrays ইত্যাদি শিখবেন ।
- Image এবং Graphical content দিয়ে ওয়েবসাইট কে কিভাবে অডিয়েন্স এর কাছে আরো আকর্ষণীয় করা যায় তা শিখবেন । এবং আপনি জানতে পারবেন কিভাবে এর adobe photoshop – এর basic tools ছবি সম্পাদনা, ব্যানার তৈরি, লোগো তৈরিতে ব্যবহার করা হয়।
Module 3: Collaboration
এই অধ্যায়ে ওয়েব হোস্টিং, ডোমেইন সার্ভিস, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের মূল ধারণাটি পাবেন । আপনি আপনার হোস্টিং প্রদানকারীর কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলি আশা করা উচিত তা জানতে পারবেন। এই বিভাগে আমরা নিম্নলিখিত বিষয়ে আলোচনা করব:
- Web Hosting
- Types of Hosting Packages
- Defining Name Servers
- Maintaining a Website
- Ways to earn Money from your Website
এবং কোর্সটি সম্পূর্ণ হলে এই কোর্স থেকে আপনি যা শিখেছেন তা প্রদর্শনের জন্য আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরির একটি প্রকল্প দেওয়া হবে। আপনার চূড়ান্ত মূল্যায়নে কুইজ, ব্যবহারিক প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে।
Methodology:
- The Class will be conducted through google meet
- Will provide PowerPoint presentations, video, infographics, online whiteboard lectures and live sessions.
- One to one feedbacks
- Quizzes, practical task, assessment and final project to evaluate.
Still, wondering? Value your time and just start with determination.
কিভাবে কোড করতে হয় তা শেখা আপনাকে আপনার own websites- এর জন্য আপনার ব্যক্তিত্ব প্রকাশ করতে দেয় । এবং business branding এর জন্য কার্যকর ভূমিকা রাখে। তাই Websites Design এর শুরুটা মজবুত করতে এই কোর্সটি আপনার জন্য সহায়ক হতে পারে। কোর্সটির মূল বৈশিষ্ট হলো খুবই organized একটা কোর্স । এবং কোর্সটিতে পাঠগুলো বাংলায় বর্ণনা করা হবে যাতে শিক্ষার্থীরা সহজেই বুজতে পারে এবং শিখতে পারে। কোর্সটি আপনার দক্ষতা বাড়াতে, পরবর্তীতে আরো advanced level এ নিতে এবং strong base create-এ খুব সহায়ক ভূমিকা রাখবে। আমাদের guideline-এর সাথে শুধু দরকার হবে আপনার একান্ত ইচ্ছে শক্তি – শেখার আগ্রহ, অধ্যবসায় / নিয়মিত অনুশীলন করা, সর্বোপরি patience এবং Creative mind।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন–
সরাসরি enrollment- এর জন্য ক্লিক করুন –
Find this course from catadu.com site
You can find the Website Design course from www.catadu.com – Home page or from Courses > archive: courses or also can navigate About page > the courses offered by catadu or just simply search from the search bar.
Do you want to get the latest information about catadu? Please subscribe!
[mc4wp_form id=”17400″]
Class routine
When you enroll in the course, you will get the 1:1 support from the instructors, in the routine given below:
Batch#1 | Friday: 10.00 to 11.30am | Saturday: 10.00 to 11.30 am |
Batch#2 | Friday: 7.00 to 8.30 pm | Saturday: 7.00 to 8.30 pm |
The class link will be given after enrollment to the course.
Impressive write-up about website design for beginners. Go ahead.