feature image of python course

Online Course for Learning Python Fundamentals

প্রিয় কোডারস, আপনি কি Python Programming শিখতে আগ্রহী? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য সঠিক জায়গা । প্রগ্রামিং জগতে Python এর গুরুত্ব বেড়েই চলেছে, এই জগতের সাথে তাল মিলিয়ে চলতে আপনাকে নিজেকে বিকাশিত করতে হবে। আপনাদের এই বিকাশে সাহায্য করতে ও আপনাদের নতুন একটি programming language সম্পূর্ণ গোঁড়া থেকে শিখাতে আ্মাদের এই Learn Python Fundamentals কোর্সটি।

Python শিখা কেন জরুরি?

কোন কিছু নতুন শেখার আগে আ্মাদের জানা উচিত, জিনিসটা আমরা কেন শিখব, এর গুরুত্ব আসলে কি? Python একটি high level computer programming language। High level language বলতে বুঝাই যে এই কম্পিউটার এর ভাষা মানুষের ভাষার অনেক কাছাকাছি। এই জন্য অন্যান্য programming language এর তুলনাই python শিখা ও বুঝা অ্নেক সহজ। তাছাড়া python এর আছে বিস্তারিত library function যার মাধ্যমে code করা হয়ে যায় আরও সহজ। Python এর এই library function এর জন্য IT জগতে এর ব্যবহার বেড়েই চলেছে। আনুমানিক ২০২০ সাল থেকে python সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত programming language। Python এর এত জনপ্রিয়তার আর একটি কা্রণ হচ্ছে এর অনেক বাস্তবিক ব্যবহার । Python শুধু coding আর জন্য নই, এ ছাড়াও এর অনেক ক্ষেত্রে প্রয়োগ আছে। যেমন- machine learning, artificial intelligence, web development, data analytics, ইত্যাদি।

Python language এর এত প্রয়োজন থাকা শর্তেও আমাদের দেশে অধিকাংশ বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কোন কোর্স পড়ানো হয় না । কিন্তু বর্তমান চাকরির বাজারে python জানা আমদের জন্য একটি অপরিহার্য skill হয়ে দাঁড়িয়েছে । তাই আমাদের নিজেদের career development এর জন্য নিজ উদ্যোগে আমাদের নিজের জ্ঞান বৃদ্ধি করতে হবে । Coding অথবা software development sector-এ নিজের career গড়তে হলে, এমনকি উচ্চ শিক্ষা অর্জন করতেও python programming একটি খুব গুরুত্বপূর্ণ skill ।

এই কোর্সে কি শেখানো হবে

এটি Python Fundamental কোর্স । এখানে python এর সকল মূল বিষয় গুলো নিয়ে আলোচনা করা হবে । এই পুরো কোর্সকে ৪ টি ভাগে ভাগ করা হয়াছে । প্রতিটি ভাগ কে আমরা module বলে থাকি । প্রতি module এ ৩ থেকে ৪ টা lesson আছে , সর্বমোট ১৩ টা lesson । সব lesson এর পরে একটি করে mcq quiz থাকবে যা আপনাদের যেটা শেখানো হয়েছে তা পরীক্ষা করবে । এই quiz এ পরের lesson শুরু করা সম্ভব না । এতে করে কোন শিক্ষা একটি topic ভালো ভাবে না বুঝে নতুন lesson এ যেতে পারবে না ।

এই কোর্সের ৪ টি module আছে, যা হল :

  • Defining python
  • Variables, Statements & Loops
  • Data Manipulation
  • Function & Files

প্রথম module এ আপনাকে python কি, এটা কোথায় ব্যবহার হয়, এর গুরুত্ব এ সব সম্পর্কে ধারনা দাওয়া হবে । তাছাড়া python coding সুরু করার জন্য নিজ ল্যাপটপ বা কম্পিউটারে কি ভাবে python install করতে হয় তা শেখানো হবে । এই module এ আপনি আপনার প্রথম code run করতে পারবেন ।

দ্বিতীয় module এ variables, conditional statements, loops এ সকল বিষয় বিস্তারিত বুঝানো হবে । যে কোন programming language এ code করতে conditional statements এবং loops সবচেয়ে জরুরি ।

তৃতীয় module এ data manipulation এর সম্পর্কে গভীরভাবে শিখানো হবে । Python এর কিছু built-in data structure আছে, যার কারণে python অন্যান্য programming language থেকে আলাদা । এই data structure গুলো হল : list, set, tuple, dictionary।

সর্ব শেষ module এ user এর তৈরি function ও module ব্যবহার করা শিখানো হবে । তার সাথে আমরা যখন file  কম্পিউটারে save করি তা বিভিন্ন format এ থাকে, যেমন- excel, csv, text । এই file read করে এর data কিভাবে code এ প্রয়োগ করা যায় সেই সম্পর্কেও ধারনা দেওয়া হবে । এই সম্পূর্ণ কোর্স করতে দেড় মাস সময় লাগবে ।

এই কোর্সটি কাদের জন্য ?

আমাদের এই কোর্সটি শুরু করার পূর্বে আপনাদের ভালো করে বুঝে নেয়া উচিত যে এই কোর্সটি আপনার জন্য সঠিক কি না । Python এর এই কোর্সটি সম্পূর্ণ coding এর জগতে যারা নবাগত তাদের মাথায় রেখে তৈরি করা হয়েছে । এই কোর্স করার জন্য আপনার python সম্পর্কে কোনো পূর্ব ধারনা থাকার প্রয়োজন নাই । coding এ যারা নতুন তারাও এই কোর্সটি সহজে করতে পারবে । এখানে python fundamentals এর পাশাপাশি computer programming এরও সকল মূল বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে । তাই আপনি coding এ নতুন হলে ভয় পাবার কোন কারণ নেই । এই কোর্সটির শেষে আপনার python ও coding উভয় এর উপর একটি পরিষ্কার ধারনা চলে আসবে ।

ভীত মজবুত না হলে দালান করা সম্ভব নয়, এ কথা আমরা অনেকেই শুনেছি । কোন কিছু শিক্ষার ক্ষেত্রে ও তাই । পরবর্তীতে python নিয়ে আরও কাজ করতে চাইলে এখনি এর শক্ত ভীত তৈরি করতে হবে । এই কোর্স এ python এর সকল basic বিষয় সহজ ও বংলায় বর্ণনা করে শিখানো হবে । এক কথায় বলা যায় এই কোর্সটি যারা basic থেকে python শিখতে চায় তাদের জন্য । 

কোর্সটি কিভাবে করবেন ?

আমাদের এই কোর্সটি সম্পূর্ণ online এ সংগঠিত হবে, তার মানে আপনি যে কোন জায়গা থেকে এই কোর্সে অংশ গ্রহন করতে পারেন । এর জন্য শুধু আপনার প্রয়োজন একটি কম্পিউটার অথবা একটি ল্যাপটপ আর সাথে ইন্টারনেট সংযোগ । তবে online বলে এখানে আপনাদের শুধু কোর্সে যোগদান করে নিজের হালে ছেড়ে দেয়া হবে না । আমাদের কোর্সের বিশেষত্ব হল আমরা blended learning method এ কোর্স পরিচালনা করে থাকি । Blended learning প্রক্রিয়াই online এর সাথে সরাসরি ক্লাস এর বিভিন্ন দিক জুড়ে দেয়া হয় ।

তার মানে এই কোর্সে আপনাকে শুধু online এ কোর্স materials দিয়ে নিজে নিজে শিখতে হবে না, বরং প্রতিটি বিষয়ে আপনাদের পরিষ্কার ধারনা দিতে online ক্লাস নেওয়া হবে । তাছাড়া কোন প্রসঙ্গ বুঝতে না পারলে, আমদের কোর্স instructor এর সাথে কোর্স চলাকালীন যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব ।

Learn Python Fundamentals

কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে  নিচের বাটনে ক্লিক করুন ।

এছাড়াও আমাদের এই কোর্সটি catadu.com website এর course archive এ visit করলেই পেয়ে যাবেন ।

Scroll to Top