Online Digital marketing course - catadu
course feature image

ONLINE INTRODUCTORY COURSE ON DIGITAL MARKETING WITH AMIT

Online digital marketing course with Amit হল একটি digital marketing এর উপর সময়োপযোগী একটি course. বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি and digitalisation এর যুগ। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তিগত দক্ষতা আপনাকে সবসময় এগিয়ে রাখবে। আর এই online marketing course প্রযুক্তি দক্ষতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এর পরিধি এত বড় যে বলে শেষ করা যায় না। So একটি course এ অনেক কিছু শেখার সুযোগ আছে। আর আপনাদেরকে দক্ষ and যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এই course. Course টি অভিনব পদ্ধতিতে সাজানো ও খুবই সহজ and সাবলীল ভাবে সব কিছু উপস্থাপন করা হয়েছে। আসা করি আপনারা এটার মাধ্যমে অনেক উপকৃত হবেন।

DIGITAL MARKETING কি?

সহজ কথায়  Digital platform ব্যবহার করে marketing করাই হল Digital marketing because বর্তমান যুগ digital যুগ। এই digitalisation এর সাথে তাল মিলিয়ে চলার জন্য ব্যবসা প্রতিষ্ঠান গুলোকেও প্রতিনিয়ত Digital হতে হচ্ছে। আগে প্রতিষ্ঠানগুলো TV or print media তে পণ্যের advertising করত। এখন Facebook,  youtube and Instagram ইত্যাদি platform ব্যবহার করে advertising এর জন্য। এটাই Digital marketing. 

targeted customer কে digitali connect করে পণ্য তাদের কাজে পৌঁছে দেওয়ার কাজ হল Digital Marketing. বর্তমানে Marketing এর প্রাণ বলা হয় digital marketing কেই। digital marketing ছাড়া এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

কেন Digital marketing শিখবঃ

Digital marketing শেখার প্রধানত দুইটি কারণ বা উদ্দেশ্য।

১. নিজের ব্যবসাকে সম্প্রসারণ করা or

২. online marketplace এ freelancer হিসেবে কাজ করা। আমরা দুইটাই করতে পারি। নিজের ব্যবসা or freelancing. 

নিজের ব্যবসার জন্য Digital marketing শেখাটা খুবই জরুরি। আপনি যদি সব কাজ গুলো পারেন যেমন, কিভাবে customer target করতে হয়, কিভাবে fb page খুলতে হয়,  boosting করতে হয়, and

audience grow করতে হয় তাহলে ব্যবসাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। besides seo করার মাধ্যমে আপনি আপনার targrted customer এর কাছে পণ্য পৌঁছাতে পারবেন।

এগুলো সবই সময় নিয়ে ইচ্ছামত নিখুঁত ভাবে করতে পারবেন। এতে একদিকে যেমন আপনার খরচ বাঁচল তেমনি কাজ ও হল দ্বিগুণ পরিমাণ।

Or যদি আপনি freelancer হয়ে স্বাবলম্বী হতে চান সেখানেও Digital marketing এর সম্ভাবনা প্রচুর। যদিও market place গুলোতে কাজের অনেক বিষয় আছে তারমধ্যে most popular হল digital marketing । এর কাজ গুলো যেমন সহজ তেমন সময় ও কম লাগে। এর মাধ্যমে খুব কম সময়ে অনেক বেশি earning সম্ভব।Digital marketing এত বড়  sector যে অনায়াসে আপনি marketplace গুলোতে কাজ পাবেন এবং করতে পারবেন খুবই ভালভাবে সাথে যত খুশি তত earning

করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। পরিবারের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

কিভাবে  Digital marketing শিখবঃ

বর্তমান বিশ্ব চলছে internet ও তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে। internet এর এই যুগে সবই আমরা হাতের মুটোয় থাকা mobile বা কাঁধে থাকা laptop এ search দিলেই পেয়ে যাই। internet এ এমন হাজার হাজার course আছে Digital marketing এর উপর। সেখান থেকে আপনারা দেখতে পারেন।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান  Digital marketing course চালু করেছে সেগুলোতে enroll করতে পারেন।

আমরাও কম খরচে Digital marketing এর উপর একটা যুগান্তকারী course নিয়ে এসেছি যেটার নাম হল ONLINE INTRODUCTORY COURSE ON DIGITAL MARKETING WITH AMIT.

course এর সুবিধা গুলো…..

১. যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবে।

২. course fee অনেক কম।

৩. বিভিন্ন ধরনের apps and tools সম্পর্কে  জানা।

৪. Digital ethics সম্পর্কে ধারণা লাভ।

৫. online marketplace গুলো সম্পর্কে ধারণা লাভ। 

৬. যত খুশি তত earning করা।

৭. marketplace এর rules & regulations  গুলো জানা ইত্যাদি। 

কি কি শিখব এই course থেকেঃ

আমি আগেই বলেছি এর ক্ষেত্র খুবই বড়। এর কোন শেষ নেই। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই course টাকে সর্বমোট ৩ টি module এ ভাগ করা হয়েছে। module#1 এ রাখা হয়েছে ।

Intro:

এই lesson এ আমরা জানব Digital marketing কি?. and কিছু terms & tools সম্পর্কে।

Email marketing:

এই lesson এ আমরা শিখব email marketing এর খুঁটিনাটি বিষয়। যেমনঃ account create, email signature creation, lead generation and bulk mail sending ইত্যাদি।

SEO:

এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ part হল SEO. এটা এমন একটা কৌশল যার মাধ্যমে খুবই সহজে  targeted customer এর কাছে পৌঁছান যায়। এই lesson এ শিখব on page seo, off page seo, technical seo and Google analytics ইত্যাদি।

Module#2 জুড়ে পুরোটাই থাকবে SOCIAL MEDIA MARKETING (SMM). SMM হল online marketing এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ । বলা হয় বর্তমান যুগ social media এর যুগ। এখন মানুষ social media তে বেশি আসক্ত so এর মাধ্যমেই খুব সহজেই পণ্যের marketing করা সম্ভব। এই module এ থাকবে……..

১. Facebook marketing 

২. Pinterest marketing

৩.Quora marketing 

৪. Youtube marketing 

৫. Instagram marketing

মোটকথা marketing এ popular social media গুলো নিয়েই module#2 সাজানো হয়েছে। 

Module#3 তে রাখা হয়েছে affiliate marketing and online marketplace

Affiliate marketing :

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় হল affiliate marketing. নিজে কোন পণ্য উৎপাদন করব না but অন্যের উৎপাদিত পণ্য বিক্রি থেকে প্রাপ্ত কমিশনই হল affiliate marketing এর earning. আমার মাধ্যমে যত বেশি বিক্রি হবে আমার earning ও তত বেশি হবে। বিশ্বের অনেক বড় বড় company গুলো affiliate marketing করার সুযোগ দিয়ে থাকে। যেমনঃ amazon,alibaba,flipcart and go-daddyইত্যাদি।

Payoneer Account:

payoneer হল like online bank. উপার্জনকৃত টাকা আমরা এই payoneer account এ নিয়ে তারপর নিজের bank account এর মাধ্যমে উত্তোলন করতে পারব। payoneer হল affiliate marketing এর উপার্জনকৃত টাকা উত্তোলন এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

Amazon affiliate:

amazon হল বিশ্বের বড় company গুলোর  একটি যারা আমাদেরকে affiliate করার সুযোগ দিয়ে থাকে। অনেকেই amazon affiliate করে প্রচুর earning করছে but এটা তাদের passive income. এই lesson এ আমরা জানব কীভাবে amazon affiliate account create করতে হয়, কিভাবে কাজ করতে হয় and কিভাবে withdraw দিতে হবে সবই।

Online Marketplace:

online marketplace হল course শেষে আমরা যেখানে কাজ করব and earning করব। এই marketplace সম্পর্কে খুটিনাটি বিষয়, rules and regulations, কাজের ধরন and account optimisation ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এই lesson এ। [অনেক গুলো marketplace আছে but সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে Fiverr, Up work, Freelancer.com, guru, peopleperhour, seoclerk, zeerk ইত্যাদি। এগুলোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ছিল মোটামুটি course থেকে আমরা কি শিখব তার ধারণা।

এখন একটু ভাবুন। তারপর catadu.com visit করুন। course টিতে enroll  করুন And হারিয়ে যান Digital marketing এর অতল মহাসাগরে।

courseটি আপনি করলেন না but ক্ষতি আপনারই। আপনিই পিছিয়ে পড়লেন । so decision is yours and also choich is yours.