with Shreya
English এ fluently এবং confidently কথা বলতে পারার দক্ষতা, আমাদের বিশ্বকে বিস্তৃত করার একটি সুযোগ করে দেয়। সঠিক pronunciation এবং fluency র সাথে ইংরেজি তে কথা বলতে পারায় দক্ষ হলে, জীবনে প্রতিটি পর্যায়ে এগিয়ে থাকা যায়। Job opportunity থেকে শুরু করে academic performance এবং international communication এর ক্ষেত্রে correct এবং fluent English pronunciation skill অত্যন্ত দাবিযোগ্য এবং চাহিদাসম্পন্ন।
এবং এই দক্ষতা অর্জনে সহযোগিতা করতেই রয়েছে “Online Course on English Pronunciation with Shreya” course টি.
Course সম্পর্কেঃ
এই course টির মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারবে, বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে সঠিক এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে হয়। সঠিক pronunciation এবং suitable example এর মাধ্যমে খুব সহজেই জড়তা কাটিয়ে English এ কথা বলতে পারার দক্ষতা অর্জন করা যাবে। এছাড়াও vocabulary skill এর জন্য উল্লেখ করা হয়েছে নতুন শব্দের অর্থ, ব্যাবহার এবং উচ্চারন সমূহ। সম্পূর্ণ course টি জুড়ে শিক্ষার্থীরা সামঞ্জস্য করতে পারবে, কীভাবে ইংরেজি তে কথা বলতে হয় এবং কথা বলার সময় সাবলীল এবং নির্ভুল হতে হয়।
Course বিস্তারিতঃ
এই course টি 3 টি পৃথক Module এ বিভক্ত। প্রতিটি module এ রয়েছে 3/4 টি Topic এবং কিছু topics এ রয়েছে পৃথক sub-topics. Course টিতে সর্বমোট 11 টি lessons আছে। প্রতিটি lesson শেষে নিজের দক্ষতা যাচাই করতে রয়েছে practice sessions এবং quizzes. প্রদত্ত assessment এর মাধ্যমে self-evaluation করা যাবে। Lectures, comprehension and vocabulary quizzes, practice and performance এর combination এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনও জায়গায় ইংরেজিতে সঠিকভাবে যোগাযোগ করার দক্ষতা এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারবে।
নিচের Video থেকে English Pronunciation Course সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:
Course Methodology:
- Live classes on Google Meet.
- Power-point slides, Videos, Texts, and Images.
- One-on-one Feedback.
- Quizzes, Assessments and Final Quiz.
Course এর বৈশিষ্ট্যঃ
#1. Developing ability to understand and speak English.(ইংরেজি বোঝার এবং কথা বলার ক্ষমতা বিকাশ)
এই কোর্সে, শিক্ষার্থীরা জানতে পারবে, mutual understanding এর জন্য pronunciation এর কোন feature গুলো গুরুত্বপূর্ণ। এছাড়া Exercises এর মাধ্যমে English sounds এবং stresses practice করা হবে এবং অন্যান্য accent সম্পর্কে শেখা যাবে। ইংরেজি উচ্চারণ উন্নত করতে লক্ষ্য নির্ধারণ করতে guidance দেয়া হবে। যেহেতু, বিশ্বে বিপুল সংখ্যক মানুষের ইংরেজি বলতে সক্ষম হওয়া প্রয়োজন সেহেতু, native এবং non-native speaker দের ভাষা বুঝতে হবে এবং তাদের কাছে বোধগম্য হতে হবে। তাই, spoken English এর diversity সম্পর্কেও শেখানো হবে।
#2. Explore different English pronunciation in use. (বিভিন্ন ইংরেজি উচ্চারণের ব্যাবহার অন্বেষণ)
সম্পূর্ণ course জুড়ে, variety of different English accents, explore করা হবে। এর ফলে, শিক্ষার্থীদের নিজের preferable accent এর pronunciations এবং অন্যান্য pronunciations এর মধ্যে পার্থক্য বুঝতে সহযোগিতা হবে। ব্যাবহৃত এই সকল different English pronunciations এর example গুলো language এর featuring context এবং কীভাবে এই ভাষায় সারা বিশ্বে কথা বলা হয় তার প্রসঙ্গ প্রদান করবে।
#3. Discovering some of the English pronunciation rules. (ইংরেজি উচ্চারণের নিয়ম আবিষ্কার)
Course টির সর্বশেষ পর্যায়ে, শিক্ষার্থীরা ধারনা অর্জন করবে, English pronunciation এর rules সম্পর্কে এবং সেগুলো কীভাবে আলাদা হতে পারে। এর পাশাপাশি English pronunciation এর গুরুত্বপূর্ণ elements যেমন, vowels, consonants and other features সম্পর্কে ধারনা অর্জন করে different English accents examine করতে পারবে।
#4. Tailored to the learners’ first language. (শিক্ষার্থীদের প্রথম ভাষা অনুসরণ)
শিক্ষার্থীদের first language বাংলা এবং second language English, এই বিষয়টি ধারনায় রেখে course টি তৈরি করা হয়েছে। যার ফলে, এটি নিশ্চিত করে যে বাঙালি শিক্ষার্থীরা সবচেয়ে কার্যকর উপায়ে এই course এর মাধ্যমে ইংরেজি pronunciations শিখতে পারবে। এই course টির মূল উদ্দেশ্য হল, বাঙালি বক্তা যেন ইংরেজি তে কথা বলার সময় তাদের native tongue এর characteristic sounds হারাতে সক্ষম হয় এবং standard English/RP accent কিংবা এর কাছাকাছি accent অর্জন করতে সক্ষম হয়।
Course এর বিশেষত্বঃ
- Course টি সম্পূর্ণ বাংলা ভাষায় শেখানো হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা অনায়াসে course টির সাহায্যে English pronunciation skill develop করতে পারবে।
- Standard English এর simple vowel sounds এবং consonant sounds এর articulation এর সম্পর্কে বিস্তারিত ভাবে শেখানো হয়েছে।
- International Phonetic Alphabet এর phonetic symbols, সাধারণভাবে ব্যবহৃত শব্দের Strong form/weak form সম্পর্কে আলোচনা , এর সঠিক ব্যবহার এবং unstressed syllables এর neutral sound সম্পর্কে শেখানো হয়েছে।
- প্রতিটি module শেষে অনুশীলনের পুনরাবৃত্তির মাধ্যমে বিভিন্ন English sound এর pronunciation আরও সহজে প্রকাশ করতে সাহায্য করা হয়েছে।
- এই Course টির একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে, course টি very well organized এবং easily described.
এই Course টি যাদের উদ্দেশ্যেঃ
Course টি হচ্ছে সৃজনশীল ব্যক্তিদের জন্য একটি project-based learning journey। এটি তাদের জন্য, যারা নিজেদের পড়াশোনা, কাজের জন্য, কিংবা ব্যক্তিগত জীবনে English এ কথা বলতে আগ্রহী। যারা নিয়মিত ব্যাবহার করা English words এর সঠিক pronunciation সম্পর্কে জানতে ও শিখতে চায়। এবং অনেকেই আছেন যারা English এ কথা বলার সময় lack of fluency এবং poor pronunciation এর জন্য চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকেন, কাজের প্রতি dedication ও hard working হওয়ার শত্তেও promotion পেতে ব্যর্থ হয়ে থাকেন, ইংরেজিতে কথা বলার সময় জড়তা ও ভয় কাজ করে, সাবলীলভাবে কথা বলার জন্য আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন তাদের জন্য এই course টি উপযুক্ত। সহজভাবে বলা যায় যে, আপনি যদি আপনার English pronunciation improve করতে চান, তাহলে এই course টি আপনার লক্ষ্য নির্ধারণ এবং অর্জনের একটি আদর্শ সুযোগ।
Course এর শিক্ষার উদ্দেশ্যঃ
English pronunciation এর intelligibility, credibility এবং identity সম্পর্কে ধারনা দেওয়া। উচ্চারণের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা যা mutual understanding এর জন্য গুরুত্বপূর্ণ।
ইংরেজি উচ্চারন সম্পর্কে যা শেখানো হয়েছে তা দৈনন্দিন জীবনের English conversation এর ক্ষেত্রে প্রয়োগ করতে উৎসাহিত করা। যেন কোনো জড়তা ছাড়াই দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলা যায়।
English language এর spelling এবং appropriate sounds সঠিকভাবে সনাক্ত করা এবং spelling ও sounds এর পার্থক্য বুঝতে পারা। বাস্তব উদাহরন ব্যাবহারের ফলে, শিক্ষার্থীদের pronunciation এ কখন, কীভাবে এবং কি পরিবর্তন প্রয়োজন তা বুঝতে সহযোগিতা করা।
Course টি সম্পূর্ণ online এ করা হয়েছে, যেন শিক্ষার্থীরা নিজেদের সময়, সুযোগ সুবিধার্থে course এর মাধ্যমে শিখতে পারে। (প্রয়োজনের সময়, instructor এর সাথে সরাসরি consultation এর সুযোগ রয়েছে)
Course টির মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি pronunciation এবং fluency র improvement হবে, English vocabulary বৃদ্ধি পাবে। Improved এবং fluent English pronunciation এর ফলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রেক্ষাপটে English এ কথা বলার সময় confident থাকবে। এই confidence academic, professional কিংবা personal life এ positive changes আনবে।
এবং সর্বোপরি, এই course টি ইংরেজি উচ্চারণের জন্য শিক্ষার্থীদের ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ এবং পৌঁছাতে সাহায্য করতে পারে।
Course content সম্পর্কে জানতে চাইলে এবং English pronunciation improve করতে আগ্রহী হলে, প্রদত্ত link এ প্রবেশ করুন।
Or
You can find this Course on the Official website of Catadu.
Catadu
⇓
Archives: Courses
Home —> The Courses
About —> The Courses Offered by Catadu
You can search for the course in the Search Bar.
Type Online Course on English Pronunciation with Shreya in the search bar.
এই Course এর জন্য এই সপ্তাহে 33% discount রয়েছে। সুতরাং offer শেষ হওয়ার course টি buy করুন।
Adequate web post about English pronunciation.