আধুনিক বিশ্বে Microsoft Software গুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা সফটওয়্যার এর মধ্যে MS Excel অন্যতম। MS Excel মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে use করা হয়। MS Excel এর ব্যবহার আমাদের জীবনের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি আামাদের Student life থেকে শুরু করে Corporate life এ ও কাজে লাগে। এছাড়াও MS Excel মানুষমানুষের Skill development এ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
MS Excel এর মাধ্যমে মানুষের দৈনন্দিন হিসাব রাখার পাশাপাশি Data Analysis, Corporate Finance, Financial analysis এবং Business analysis এর মত গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
যারা নিজের skill development করতে চান, Data নিয়ে কাজ করতে চান এবং নিজেকে ভবিষ্যৎ Corporate life এর জন্য যোগ্য করে তুলতে চান ‘ Microsoft Excel-Basic to Intermediate level’ course টি আপনাদের জন্য।এই কোর্স এর মাধ্যমে MS Excel এর basic ধারণা সহ এর advanced use সম্পর্কে ভালো ধারনা পাবেন।
কারা কোর্সটি করবেন?
- যারা MS Excel সম্পর্কে বেসিক থেকে শুরু করে কিছুটা advance Excel সম্পর্কে ধারণা পেতে চান।
- দৈনন্দিন জীবনের হিসাব রক্ষণের জন্য যারা Technology ব্যবহার করতে চান।.
- ছাত্র জীবনে যারা আরেকটু smartly কাজ করতে চান এবং Data নিয়ে কাজ করতে চান।
- ভবিষ্যতে যারা নিজেকে corporate Life এ asset হিসেবে উপস্থাপন করতে চান।
- Professionally যারা নিজেকে Data নিয়ে কাজ করতে ইচ্ছুক
- Professional life এ যারা smartly এবং dynamic way তে নিজের কাজ সম্পাদন করতে চান।
কি কি শিখতে পারবেন এই কোর্স এর মাধ্যমে…….
- MS Excel সম্পর্কে সম্পূর্ণ Basic ধারণা পাবেন
- Data entry এর কাজের ক্ষেত্রে কিভাবে Excel ব্যবহৃত হয়
- Functions এবং Formulas গুলো কিভাবে কাজ করে তা শিখতে পারবেন।
- Worksheet Formatting সম্পর্কে জানতে পারবেন
- Excel এর মাধ্যমে কিভাবে Data analysis করা যায় তা সম্পর্কে ধারণা পাবেন।
- Tables ও Charts কিভাবে কাজ করে এবং এর সুবিধা কি কি তা শিখতে পারবেন।
- Excel এর করপোরেট ব্যবহার এর একটি project করতে পারবেন।
- Moreover, you will learn some advance things of Excel.
Course টি করার পর আপনার যেমন Skill Development হবে তেমনি আপনি professionally strong হবেন। আপনি চাইলে খুব সহজেই data নিয়ে মার্কেটপ্লেস এ কাজ করা ছাড়াও নিজের ভবিষ্যত Life অনেকের থেকে এগিয়ে থাকবেন।In this course, you will learn about the total overview of MS Excel.
Course টি করতে নিচের লিংকে Click করন:
অথবা Catadu.com এ গিয়ে Search Box এ Excel দিয়ে Search করুন, তাহলে এই Courseটি পেয়ে পাবেন।