এই Course টি Web Development এর উপরে সম্পূর্ণ online ভিত্তিক একটি course . এখানে অত্যন্ত জনপ্রিয় CMS like WordPress কে tool হিসেবে ব্যবহার করা হবে. So, কোর্সটির মাধ্যমে coding ছাড়াই একজন learner সহজেই Web Development শিখতে পারবে . এই Course এ WordPress এর উপর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ধারণা দেওয়া হবে।
Why you will do this course?
বর্তমানে Internal and International বাজারে এ web developing একটি জনপ্রিয় পেশা। শিক্ষাঙ্গন, চিকিৎসা, খাদ্য সব ক্ষেত্রেই internet এর সেবা পৌঁছে গেছে। এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ও বিভিন্ন কাজ করতে আগ্রহী। এছাড়া বতর্মানে online business অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই জন্য প্রয়োজন নির্দিষ্ট website। যার মাধ্যমে মানুষ বিভিন্ন বিষয়ে জানতে পারবে ও আরও অ্ন্যান্য সেবা নিতে পারবে যেমন registration, sell and buy ইত্যাদি। তাই বিশ্ব জুড়ে web developing পেশাটি popular and demanding হয়ে উঠেছে।
সাধারণত যারা programming expert তারা website তৈরি করে আসছে. কিন্তু বর্তমানে programming expert ছাড়াও যে কোন কেউ WordPress এর মাধ্যমে web developing করতে পারে. আর যারা coding ছাড়াই স্বল্প সময়ে সম্পূর্ণ web developing শিখতে চায় তাদের জন্য এই course।
What is WP?
WordPress হলো একটি open source CMS (Content Management System). একটি website এর মধ্যে বিভিন্ন content থাকতে পারে as page, post, media ইত্যাদি.। আর বিভিন্ন content কে manage করার জন্যই CMS. যার মাধ্যমে programming ছাড়াই আকর্ষণীয় ও কার্যকর website তৈরি করা যায়। যেকোনো CMS এর তুলনায় WordPress অনেক জনপ্রিয় । অতীতে এটি শুধুমাত্র blog হিসেবে ব্যবহার হলেও বর্তমানে CMS হিসেবে বহুল প্রচলিত।
CMS হিসেবে WP e অনেক সুবিধা রয়েছে. যেমন এটি free ব্যবহার করা যায় ও ব্যবহার সহজ এবং দ্রুত । বিভিন্ন ধরনের themes এবং plugins ব্যবহার করা যায় . এছাড়া SEO করার সুবিধা আছে । বিভিন্ন ধরনের media ব্যবহার করা যায়। এছাড়া user এর জন্য post & comment এর option রাখা যায় । WordPress এর মাধ্যমে খুব অল্প সময়ে বিভিন্ন ধরনের website তৈরি করা যায়।
WP এ বিভিন্ন ধরনের user role create করা যায়। বিভিন্ন user বিভিন্ন role play করে। User define এর মাধ্যমে authority maintain করা যায়। User এর জন্য post and comment এর option রয়েছে। Author এই post and comment গুলো maintain করতে পারে। WordPress একটি অন্যতম সুবিধাজনক দিক হলো plugin, because এতে বিভিন্ন ধরনের plugins আছে। কিছু plugin free and কিছু plugin purchase করতে হয়। Security, publish, speed up প্রতি ক্ষেত্রেই plugin এর ব্যবহার রয়েছে। এছাড়া SEO করার জন্যও plugin রয়েছে। So, plugin এর মাধ্যমে কার্যকরী website তৈরি করা যায়।
WordPress এ বিভিন্ন ধরনের theme install করা যায়। যার মাধ্যমে পছন্দ অনুযায়ী আকর্ষণীয় website তৈরি করা যায়।
এছাড়া website কে বিভিন্ন device এর ক্ষেত্রে responsive করার সুবিধা আছে . developing এর সময় live এই desktop, tab and mobile এর জন্য website এর responsiveness check করা যায়।
একটা website এর viewer বাড়ানোর জন্য speed up করা অত্যন্ত গুরুত্বপূর্ণ . So, website কে কিভাবে speed up করে সে বিষয়ে শিখানো হবে। WordPress এ বিভিন্ন ধরনের setting আছে . এই setting এর মাধ্যমে website কে customize করা যায়।
Who can do this course?
যাদের website সম্পর্কে ধারণা আছে এরকম যেকোন মানুষ web developing শিখতে পারে। তবে যাদের বয়স ২০ থেকে ৩০ তাদের career এর জন্য উপকারী হতে পারে এই course। এছাড়া যাদের বিভিন্ন ছোট Business আছে and যারা বিভিন্ন activities এর সাথে জড়িত তারা website তৈরি করতে পারে । তাদের সব কাজ maintain and publicity বাড়াতে । তারা খুব সহজেই এই course এর মাধ্যমে web developing শিখতে পারবে । বর্তমানে বেকারত্ব অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । শিক্ষিত বেকার জনগণ এই course এর মাধ্যমে web developing শিখে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে । web developing শিখে ঘরে বসে freelancing ও করা যায় । যাদের laptop অথবা desktop and internet line আছে তারা সহজেই ঘরে বসে এই course করতে পারে ।
Where you will do this course?
যেহেতু এটি একটি online course তাই এর জন্য সময় ব্যয় করে কোথাও যাওয়ার কোন প্রয়োজন হবেনা. ঘরে বসেই যেকোন স্থান থেকে course করা যায়. এছাড়াও অনেকেই বিভিন্ন কারণে চলাচল করতে পারেনা তারাও সহজে course টি করতে পারবে।
How you will do this course?
Online course এর মাধ্যমে একজন learner WordPress এর শুরু থেকে শেষ পর্যন্ত clear concept পাবে। But শুধু WordPress নয় বরং WordPress শুরুর পূর্বে বিভিন্ন environment set up শিখতে পারবে। পাশাপাশি website develop করার পরে তা publish করা পর্যন্ত যা দরকার সব থাকবে এই course এ। এই course টিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে।
যেখানে প্রথম ভাগে WordPress কি এবং এটি শুরু করার জন্য কি কি প্রয়োজন সে সম্পর্কে স্পট ধারণা দেওয়া হয়েছে।
দ্বিতীয় ভাগে WordPress এর শুরু থেকে শেষ পর্যন্ত ধারণা দেওয়া হয়েছে । live class এর মাধ্যমে বিভিন্ন page design করা দেখানোর ব্যবস্থাও রয়েছে।
তৃতীয় ভাগে রয়েছে website তৈরি করার পর বিভিন্ন করণীয় এবং publish করার নিয়মকানুন।
সম্পূর্ণ Course টি কে practice work এবং quiz দ্বারা সাজানো হয়েছে .। practice work এর মাধ্যমে learner সহজে web developing আয়ত্ত করতে পারে। এছাড়া practice work এ কোন problem face করলে অথবা কোন topics বুঝতে না পারলে one by one সাহায্য করা হবে। learner এর সুবিধার্থে প্রত্যেক class এ একটি lesson রাখা হয়েছে। প্রত্যেকটা class এর জন্য অন্তত ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
Methodology
Online Live class by digital platform like Google meet, zoom etc. Power Point slide to present the lecture, information, Video, Info-graphics. Quiz & practice , Practical learning, One-to-one solution. Final project.
What can the learner learn from this course?
এই Course এর মাধ্যমে learner বিভিন্ন skill আয়ত্ত করতে পারবে। সেগুলো হলো-
- বিভিন্ন website তৈরি করতে পারবে। যেমন E-commerce, blog, portfolio
- World এর সবচেয়ে জনপ্রিয় CMS like WordPress এর বিস্তারিত শিখতে পারবে।
- WordPress এর জন্য প্রয়োজনীয় environment setup করতে পারবে।
- Client এর চাহিদা অনুযায়ী website customize করতে পারবে।
- User friendly website তৈরি করতে পারবে
- বিভিন্ন ধরনের page and post তৈরি করতে পারবে।
- WordPress এর বিভিন্ন themes and plugin এর ব্যবহার শিখবে।
- SEO সম্পর্কে ধারণা পাবে।
- Website কিভাবে secure করতে হয় জানতে পারবে।
- Responsive website তৈরি করতে পারবে।
Subject টি সম্পূর্ণ শিখে সফল ভাবে শেষ করতে পারলে মাসে অন্তত ২০০০০ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে. সম্পূর্ণ web developing ছাড়াও WordPress এর বিভিন্ন ছোট ছোট কাজ করে freelancing এর মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে।
Domain And Hosting:
এছাড়া অনেকের domain and hosting সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই. So, একটি website publish and maintain এর ক্ষেত্রে domain and hosting কতটা গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে . domain and hosting কিভাবে ক্রয় করতে হবে সে সম্পর্কে ধারনা দেওয়া হবে।
সুতরাং Course এর মাধ্যমে learner যে শুধুমাত্র WordPress or web developing শিখতে পারবে তা নয় । বরং website কে customer এর কাছে সম্পূর্ণ deliver করার জন্য and নিজে ব্যবহার করার জন্য ready করতে পারবে। এতসব কিছু একসাথে শিখার মত online platform খুব কম আছে। এই একটি course এর মাধ্যমে সব কিছু একত্রে শিখার ব্যবস্থা রয়েছে।
অতএব WordPress এর মাধ্যমে coding ছাড়াই website তৈরি করার complete knowledge পাওয়া যাবে এই course এ।