Online earning education

Online Earning Education

অনলাইনে উপার্জনের শিক্ষা

অনলাইন: গোল্ড মাইন। পুরো পৃথিবীতে প্রায় ৫ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এটা একটি বিশাল মার্কেট। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে মানুষ হাজার হাজার ডলার উপার্জন করছে । আমাদের দেশেও দিন দিন এটা জনপ্রিয় হচ্ছে। কারণ মানুষ স্বাধীনভাবে ও নিজের পছন্দ মত কাজ ইন্টারনেটে বেছে নিয়ে করতে পারে।

কিন্ত অনলাইনে উপার্জন করা অত সহজ নয়। যে কেউ যেনতেনভাবে এখানে উপার্জন করতে পারে না। এজন্য অনলাইনে উপার্জনের শিক্ষা খুব দরকারী । এর অভাবে ভুল পথে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছে।

অনলাইনে উপার্জনের দরকারী শিক্ষা জানা থাকলে আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষিত কর্মহীন যুবক, গৃহীদের আয়ের দরজা উন্মুক্ত হবে। তারা অনলাইনে উপার্জনের শিক্ষায় শিক্ষিত হয়ে ঘরে বসে হাজার হাজার টাকা উপার্জন করতে পারে। এখানে আমি চেষ্টা করব অনলাইনে উপার্জনের কিছু শিক্ষা নিয়ে আলোচনা করতে। ভালোভাবে জানতে প্রতিটি ধাপ অনুসরণ করুন।

অনলাইনে উপার্জন (Online Earning) নির্ভর করবে আপনার দক্ষতা ও পরিশ্রমের উপর। এ ক্ষেত্রে ৩টি জিনিস খুব গুরুত্বপূর্ণ।

  1. সঠিক ধারণা
  2. দক্ষতা অর্জন
  3. পরিশ্রম

অনলাইনে উপার্জন করতে হলে কী কী দক্ষতা শিখতে হবে, কী কী ধারণা প্রয়োজন, কোথায় ও কীভাবে এবং কত পরিমান উপার্জন করা যায় সেগুলি বিস্তারিতভাবে নিচের লিংকে দেওয়া ব্লগে আলোচনা করা হয়েছে । 

অনলাইনে উপার্জনের ২১টি পদ্ধতি নিয়ে সুন্দর একটি ইবুক রয়েছে । আপনি চাইলে Download করে পড়তে পারেন। এই ইবুকটি সম্পূর্ণ ফ্রি।

বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে উপার্জন খুব প্রতিযোগিতাপূর্ণ। এখানে টিকে থাকতে হলে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আমি এখানে ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করাকে বেশি গুরুত্ব দিতে চাই। এর কারণ দুটো:

  1. ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব।
  2. ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা শেখানো আমার খুব পছন্দের বিষয়।

করোনা ভাইরাস (Corona Virus) মহামারির কারণে অনেকে ঘরে থেকে কাজ করতে অভ্যস্ত হয়েছে। যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এ ব্যবস্থা করতে পেরেছে, সেগুলো টিকে আছে। এমনকি কিছু ব্যবসা এই অতিমারিতেও উন্নতি করছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠান কৌশলগত (Pivoting) পরিবর্তন করতে পারেনি বা করতে চায়নি, তাদের অনেক ক্ষতি হয়েছে। যেকোন পরিস্থিতে কৌশল পরিবর্তন করতে পারলে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব। আমি এখানে অনলাইন ভিত্তিক ব্যবসাকে বেশি গুরুত্ব দিতে চাই। এর মধ্যে দুটো ভাগ রয়েছে:

  1. গতানুগতিক ছোট ব্যবসাগুলির কৌশল (Strategy) পরিবর্তন
  2. সম্পূর্ণ নতুন অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান তৈরি

Business Plan (ব্যবসায়িক পরিকল্পনা)

স্টার্টআপ-বাজার একটি উত্তাল সমুদ্রের মতো। অর্থাৎ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। যদি আপনার ব্যবসা একটি জাহাজ আর আপনি, উদ্যোক্তা হলেন জাহাজের ক্যাপ্টেন। একটি ব্যবসায়িক পরিকল্পনা আপনার কম্পাস বা দিক নির্দেশক, যা ছাড়া আপনার গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা ভাগ্যের কাছে ছেড়ে দিতে হবে।

আপনার ব্যবসার নীলনকশা হল ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে সে অনুসারে কাজ করলে আপনার স্টার্টআপ বিফল হবে না। যদিও একটি ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে সাফল্যের গ্যারান্টি দেয় না, এটি আপনাকে সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে দেয়। একটি ভালো ব্যবসার জন্য আপনাকে প্রস্তুত করে তোলে।

Related: How to write a simple business plan?

আপনার নতুন অনলাইন ভিত্তিক ব্যবসার পরিকল্পনা (Business Plan) সেবা নিতে চান? ঠিক আছে । নিচের ফর্মটি পূরণ করুন।

Business Strategy (ব্যবসার কৌশল)

ব্যবসার কৌশল পুরো সংস্থার জন্য দিকনির্দেশনা তৈরি করে। এটি গুরুত্বপূর্ণ যে, কোনও সংস্থার সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। কৌশল একটি যা একটি প্রতিষ্ঠানকে সুস্পষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে।

বর্তমানে ব্যবসার হাইপার প্রতিযোগিতার সময় টিকে থাকতে হলে একটি ব্যবসার কৌশল দরকার। আপনি হয়ত জানেন ব্যবসার কৌশল পরিবর্তন না করার কারণে ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত Kodak মার্কেট থেকে উধাও হয়ে গেছে। সুতরাং ব্যবসার কৌশল পরিবর্তন করা খুব জরুরী। ব্যবসার ভালো কৌশল তৈরি করতে পারলে  করোনার (Covid) এর মত পরিস্থিতে ব্যবসাকে টিকিয়ে রাখা বা উন্নতি করা সম্ভব।  

আপনার টেকসই ব্যবসার কৌশল (Sustainable Strategy) তৈরি করতে বিশেজ্ঞের পরামর্শ দরকার?  তাহলে নিচের ফর্মটি পূরণ করুন।

Related:

শেখা (Learning) বিষয়ক Catadu.com এর যেসমস্ত সেবা রয়েছে, সেগুলির নিয়মিত আপডেট পেতে শুধু মাত্র আপনার ইমেল ব্যবহার করে Subscribe করুন।


Scroll to Top