Mohadi, a changemaker

ব্যক্তি ও কর্ম জীবনে উন্নতি করতে হলে অনেকগুলি দক্ষতা অর্জন করতে হয়। যেমন: যোগাযোগের দক্ষতা (Communication skill), আন্তঃব্যক্তিক দক্ষতা (Interpersonal skill) , মানসিক বুদ্ধি (Emotional intelligence), চাপ ব্যবস্থাপনা (Stress management), উদ্ভাবন (Innovation), ফাইন্যানসিয়্যাল আইকিউ, নেতৃত্ব প্রদান ইত্যাদি। এই সমস্ত সফ্ট দক্ষতাগুলি (Soft Skills) কিছু গল্পের মাধ্যমে ‘একজন মোহাদি’ বাস্তবধর্মী উপন্যাসে তুলে ধরা হয়েছে।

একজন মোহাদি’ উপন্যাসে গল্পগুলির প্রধান চরিত্র হলো মোহাদি। এটি একটি কাল্পনিক চরিত্র। সে অনেক গুণে গুণান্বিত। গল্পগুলিতে সে তার ব্যক্তি ও কর্ম জীবনে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু তার দক্ষতা ও মেন্টরের সহযোগিতায় সে সব বাধা অতিক্রম করেছে। পাঠক এই গল্পগুলির মাধ্যমে শিক্ষা লাভ করে নিজের, পরিবারের ,সমাজের ও দেশের বিভিন্ন সমস্যা সমাধান করতে অনুপ্রাণিত হবেন।

চলমান .……………………….

Leave a Reply

Scroll to Top