catadu-blog-the best-business-ideas

The best startup ideas? (ব্যবসার সবচেয়ে ভালো ধারণা সমূহ)

একটি ব্যবসা বা স্টার্টআপ তৈরির সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ হল একটি উৎকৃষ্ট মানের অথবা ডিসরাপটিভ ব্যবসার ধারণা তৈরি করা। এমন পণ্য বা সেবা খোঁজ করুন, যেটা একটি বড় সমস্যার সমাধান করবে এবং অনেক মানুষের প্রয়োজন মেটাবে ও অনেক মানুষের কাছে জনপ্রিয় হবে।

এখন প্রশ্ন হল –বর্তমানে ব্যবসার জন্য ভালো ধারণাগুলি কী কী?

মানুষের বিভিন্ন প্রয়োজন মেটানোর তাগিদ থেকে বিভিন্ন ব্যবসা ও বাণিজ্যের উৎপত্তি হয়েছে। বাণিজ্যের চেয়ে ব্যবসা বেশি জনপ্রিয় মনে হচ্ছে। মানুষের রুচি ও চাহিদা পরিবর্তনের ফলে ব্যবসার ধরনও পরিবর্তন হচ্ছে। এমন কি বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ নিজেদের কে উদ্যোক্তা ভাবতে বেশি পছন্দ করছেন। 

প্রযুক্তিগত ব্যবসায়িক ধারণাগুলি ভালো ব্যবসার জন্য উপযুক্ত। এখানে ভালো ধারণাগুলি নিচে উল্লেখ করছি।

মোবাইলের কভারের ব্যবসা

সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা

ইন্টেরিয়ার ডিজাইনার

ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট কনসালট্যান্ট

অ্যাপ ডেভেলোপমেন্ট ব্যবসা

ডাটা এনালিস্ট

ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষণ

ডিজিটাল মার্কেটিং

মডেলিং এজেন্সি ব্যবসা

অনলাইনে কোর্স তৈরি

উপরের ধারণাগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি।

মোবাইলের কভারের ব্যবসা:

বর্তমানে পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় ৫০% লোক স্মার্টফোনের মালিক। সেই হিসেবে আমাদের দেশে গড়ে প্রায় ৯ কোটি লোক স্মার্টফোনের মালিক। স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে প্রায় স্ক্রিন সেভার ও ব্যাক কভার ব্যবহার করে। তার মানে হচ্ছে স্মার্টফোনের স্ক্রিন সেভার ও ব্যাক কভারের চাহিদা অনেক এবং দিন দিন এর প্রয়োজন আরো বাড়বে। সুতরাং এ ব্যবসার সহজে মরবে না।

আপনার যদি ভালো লাগে, তাহলে স্মার্টফোনের স্ক্রিন সেভার ও ব্যাক কভারের ব্যবসার সাথে জড়িত হতে পারেন। আপনি চাইলে ইমপোর্ট করে ট্রেডিং ব্যবসা করতে পারেন। অথবা প্রযুক্তি জানা থাকলে এবং সাহসি হলে স্মার্টফোনের স্ক্রিন সেভার ও ব্যাক কভার উৎপাদন করতে পারেন। তবে এ ব্যবসা করতে হলে আপনাকে অনেক হালনাগাদ থাকতে হবে। এর কারণ প্রতি মুহূর্তে স্মার্টফোনের মডেল পরিবর্তন হচ্ছে।  

সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা:

বর্তমানে কয়েক বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের জন্যও এই মিডিয়া খুব কাজে লাগছে। ছোট-বড় প্রায় সব প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার যার অবস্থান জানিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের একটি বড় মাধ্যম। আবার অনেক ব্যবসা প্রতিষ্ঠানই গড়ে উঠেছে সোশ্যাল মিডিয়া কে কেন্দ্র করে। সুতরাং ব্যবসা-বাণিজ্যের জন্য সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ। 

অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সব সোশ্যাল মিডিয়ায় এ্যাকাউন্ট নাও থাকতে পারে। আপনার যদি সোশ্যাল মিডিয়ায় ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। যেমন টিকটক বর্তমানে খুব জনপ্রিয় কিন্তু এখানে আমার কোন এ্যাকাউন্ট নেই। টিকটকে আমার ব্যবসা ইক্সপোজারের জন্য একজন অভিজ্ঞ ও দক্ষ টিকটক কনসালট্যান্ট দরকার।

মিডিয়া কনসালট্যান্ট হিসেবে কাজ করতে হলে ফ্রিল্যান্সার সাইটগুলিতে আপনার একটি ত্রূটিমুক্ত প্রোফাইল তৈরি করুন। এরপর কাজ করার আগ্রহ প্রকাশ করুন। উপার্জন নির্ভর করবে আপনার পরিশ্রম আর দক্ষতার উপর। 

ইন্টেরিয়ার ডিজাইনার:

বছরের পর বছর ধরে রুচিশীল মানুষজন তাদের পছন্দের বাড়ি সুন্দরভাবে ডিজাইনের কাজ করিয়ে থাকেন। সুতরাং ভালো ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ অতীতেও ছিল এবং বর্তমানেও আছে। এমন কি ভবিষ্যতেও থাকবে। পেশাদার ইন্টেরিয়ার ডিজাইনার দ্বারা কাজ করালে অফিস বা বাসা নান্দনিক ও আরামদায়ক হয়। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের অফিস, হোটেল ও রিসোর্ট এর ডিজাইনারের কাজে ভালো ইন্টেরিয়ার ডিজাইনারের প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া একজন ভালো ইন্টেরিয়ার ডিজাইনারের আয় খুব সন্তসজনক।

যদি আপনার ইন্টেরিয়ার ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এ বিষয়ে আগে অনেক পড়াশোনা করতে হবে। ইন্টারনেট থেকে অনু্প্রেরণা নিতে পারেন। সবচেয়ে ভালো হয়, যদি আপনার ইন্টেরিয়ার ডিজাইনের উপর কোন কোর্স করেন। এর পাশাপাশি কোন ইন্টেরিয়ার ডিজাইন প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারেন।

যদি আপনার ডিজাইন সেন্স ভালো থাকে এবং পরিশ্রমী হন, তাহলে ইন্টেরিয়ার ডিজাইনারের ব্যবসা শুরু করতে পারেন। এ ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুন। এর পাশাপাশি প্রফেশানাল নেটওয়ার্ক তৈরি করুন।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কনসালট্যান্ট:

ছোট ব্যবসা ও ব্যক্তিগত ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস একটি ভালো প্ল্যাটফর্ম। দিন দিন এর চাহিদা বাড়ছে। ২০২০ সালে পুরো পৃথিবীতে ওয়েবসাইটের সংখ্যা প্রায় ১.৭ বিলিয়ন ছিল । ২০১৯ সালে ছিল সংখ্যা প্রায় ১.৫ বিলিয়ন। সুতরাং প্রতি বছর প্রায় ১২% হারে ওয়েবসাইটের সংখ্যা বাড়ছে। এর মধ্যে ৩০% ই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তার মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কনসালট্যান্সি ব্যবসার প্রচুর ক্রেতা রয়েছে।

যদি আপনি ওয়ার্ডপ্রেসে দক্ষ হয়ে থাকেন, তাহলে এ দক্ষতাকে কাজে লাগিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কনসালট্যান্ট হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। এর পাশাপাশি, আপনার ক্রেতাদের ডিজিটাল মার্কেটিং এর সেবা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আয় এর পরিমাণ আরো বাড়বে।

যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কনসালট্যান্সি ব্যবসায় খুব ভালো করতে পারেন, তাহলে পরবর্তীতে বড় আকারের ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রতিষ্ঠা করতে পারেন।

Learn: Online Earnings Techniques, Tips, and Opportunities

অ্যাপ ডেভেলোপমেন্ট:

বর্তমানে অ্যাপের চাহিদা প্রচুর। মানুষ সব কিছুতেই অ্যাপ পেতে পছন্দ করে। ওয়েবসাইটের চেয়ে অ্যাপের জনপ্রিয়তা বেশি। অ্যাপ মার্কেট স্যাচুরেটেড হয়েছে মনে হলেও এখনও কিছু অ্যাপের অনেক চাহিদা রয়েছে।

আপনি চাইলে অ্যাপ ডেভেলোপমেন্ট ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য আগে মার্কেট রিসার্চ করতে হবে। সঠিক নিশ খোঁজে বের করতে হবে। একটি ইউনিক আইডিয়া তৈরি করতে হবে। কোন উৎকৃষ্ট মানের অ্যাপ স্টাডি করে এ সম্পর্কে আরো ভালো ধারণা নিতে হবে। মার্কেটিং কৌশল বোঝতে হবে।

অ্যাপ ডেভেলোপমেন্ট ব্যবসা শুরু করতে কোডিং জানতেই হবে তার কোন বাধ্যবাধকতা নেই। কোডিং ছাড়াই অ্যাপ তৈরির অনেক কৌশল রয়েছে। তবে কোডিং শেখা তো রকেট সাইন্স নয়, ইচ্ছা করলে খুব দ্রুত শিখে নিতে পারবেন।

ডাটা এনালিস্ট:

ইন্টারনেট ব্যবসা-বাণিজ্য অনেকটা ডাটা নির্ভর। ডাটা বিশ্লেষণ করে ব্যবসার ইনসাইট (অন্তর্দৃষ্টি) অর্জন করা যায়। এটা কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এর জন্য একজন মেধাবী ডাটা বিশ্লেষক প্রয়োজন। দিন দিন এর চাহিদা বাড়ছে। এটি একটা সম্ভাবনাময় ব্যবসা। মান সম্পন্ন এ ব্যবসা দাঁড় করাতে পারলে মিলিয়ন ডলার উপার্জন করা সময়ের ব্যাপার মাত্র।

আপনি ইচ্ছা করলে ডাটা এনালিস্ট ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য আগে এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। ইন্টারনেটে ডাটা এনালিস্ট এর উপর অনেক কোর্স রয়েছে। ডাটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন এর উপর অনেক টুলস রয়েছে যেমন গুগল এনালিটিক্স টুলস । এগুলোর উপর ধারণা নিতে হবে। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর উপর খুব ভালো ধারণা থাকতে হবে।  

ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষণ:

ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষকদের সর্বদা খুব চাহিদা রয়েছে। যদি আপনি ওয়ার্কআউট এবং ডায়েট প্ল্যানের প্রযুক্তিগত বিষয়গুলি জানেন তবে আপনি মানুষকে শারীরিকভাবে ফিট হতে সহায়তা করতে পারেন। এর মাধ্যমে  কিছু অর্থ উপার্জন করতে পারেন।

যখন আপনি একজন সঠিক ক্ল্যায়েন্ট খোঁজে পাবেন, তাকে ভালো সেবা দিয়ে একটি বড় খ্যাতি তৈরি করুন। কাজটি শারীরিক এবং আর্থিকভাবে উভয়ই উপকারী। আপনার নিজের ফিটনেস ব্লগ শুরু করার সুযোগও রয়েছে। এর মাধ্যমে আপনার ফিটনেস টিপস আরো হাজারো মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবেন।

ফিটনেস প্রশিক্ষণ এবং প্রশংসাপত্র অর্জনের বিষয়ে আরও জানার চেষ্টা করুন। এর মাধ্যমে আপনার পেশায় আরও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং:

ডিজিটাল বিপণন, যা অনলাইন বিপণন বা ইন্টারনেট বিপণন হিসাবেও পরিচিত। এটি জৈবিকভাবে(Organically) এবং অজৈবভাবে (Inorganically) ইন্টারনেটে পণ্য এবং পরিষেবা বুদ্ধিমানভাবে বিপণন করতে সাহায্য করে। ডিজিটাল মার্কেটিং এর কাজগুলি হল:

  • এ্যাড ও প্রোমোশন ওয়েবে, চ্যানেলের ও এ্যাপে প্রচার
  • কনটেন্ট মার্কেটিং ও রিমার্কেটিং
  • প্রভাবক (influencer) বিপণন
  • অনলাইন খ্যাতি পরিচালন
  • ইমেল মার্কেটিং
  • ল্যান্ডিং পেইজ
  • ভয়েস অনুসন্ধান

ডিজিটাল মার্কেটিং এর প্রতিটি বিষয় এত বিশাল যে পুরোপুরি আয়ত্ত করতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে।

যখন এটি শুরু হয়েছিল, ডিজিটাল বিপণন সহজ ছিল। এটি মূলত এসইও(SEO) এবং বিজ্ঞাপনগুলি নিয়ে গঠিত ছিল। আপনি যদি ডিজিটাল বিপণন শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয়ে চরমভাবে আগ্রহী হন তবে আপনার নিশ এবং অবস্থান সম্পর্কে আপনার চিন্তা করা দরকার। 

আপনি যদি কোনও ডিজিটাল বিপণন সংস্থা শুরু করতে চান, তাহলে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:

  • একটি ডোমেন নাম দিয়ে শুরু করতে পারেন। এমন ডোমেন নাম দিতে হবে যেটা আপনার ব্র্যান্ড নামের সাথে মেলে।
  • আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ রাখতে কয়েকটি প্রাসঙ্গিক সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নিন।
  • আপনার ব্র্যান্ড তৈরিতে মনোনিবেশ করুন।
  • আপনার ব্যবসা নিবন্ধন করুন।
  • আপনার মূল দলটি তৈরি করুন।
  • হালনাগাদ ও প্রাসঙ্গিক থাকুন।

মডেলিং এজেন্সি ব্যবসা:

একটি মডেলিং এজেন্সি এমন একটি সংস্থা যা ফ্যাশন শিল্পের পক্ষে কাজ করার জন্য ফ্যাশন মডেলদের প্রতিনিধিত্ব করে। শীর্ষ সংস্থাগুলি বড় বাজেটের বিজ্ঞাপন সংস্থা এবং ফ্যাশন ডিজাইনারদের সাথে কাজ করে।

আপনার যদি মডেলিং ব্যবসায়ের মনোভাব এবং শারীরিক ফিটনেস  থাকে, মডেলিং এজেন্সি ব্যবসা শুরু করতে পারেন। বিপণনকারীরা এবং ফ্যাশন ডিজাইনাররা সর্বদা তাদের পণ্য লঞ্চ করার জন্য ফ্রেস মডেলদের সন্ধান করেন। ইতোমধ্যে এ শিল্পে থাকা মানুষের সাথে কথা বলুন। এমন একজন পরামর্শদাতাকে সন্ধান করুন, যিনি আপনার এ ব্যবসাকে প্রাথমিক পর্যায়ে সহায়তা করতে পারেন। এ কাজটি গ্ল্যামারাস তবে শীর্ষে পৌঁছানোর জন্য অনেক প্রতিশ্রুতিবদ্ধ এবং কঠোর পরিশ্রম করতে হবে।

আরো কিছু ছোট ব্যবসা, যেগুলি যেকেউ যেকোন জায়গা থেকে শুরু করতে পারেন:

 ওয়েবসাইটগুলির জন্য কার্টুন ডিজাইন করুন

স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরি করুন

একটি আকর্ষণীয় ভিডিও চিত্রিত করুন

একটি অনলাইন ভার্চুয়াল স্টোর শুরু করুন

একটি অনুমোদিত ওয়েবসাইট তৈরি করুন

নিবন্ধন লেখা

 ব্লগিং

 পডকাস্টিং

ইবুক লিখে অনলাইনে বিক্রি

শেষ কথা:

উপরে উল্লিখিত সমস্ত ছোট ছোট ব্যবসায়িক ধারণা আপনাকে স্বল্প প্রারম্ভিক পুঁজি দিয়ে শুরু করে ভালো পরিমাণ আয় করতে সহায়তা করতে পারে।  একটি পরামর্শ- আপনার হাতে যদি যথেষ্ঠ সময় থাকে, তাহলে একটি ভালো ধারণা নিয়ে স্টার্টআপ প্রতিষ্ঠা করতে পারেন। এর বিস্তারিত জানতে পারবেন নিচের লিংক থেকে:
কীভাবে একটি স্টার্টআপ তৈরি করার মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করা যায়?

শেষ পর্যন্ত, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি কোনও ব্লগ, ইকমার্স ব্যবসা বা পরামর্শক প্রতিষ্ঠানের মতো অনলাইনে কিছু শুরু করুন। কারণ এগুলি কোভিড -১৯ এর মতো বাজার শিফটারদের পক্ষে কম সংবেদনশীল।

এই ব্লগ সম্পর্কিত এফএকিউ (FAQ):

How to write a simple business plan? (কীভাবে একটি সহজ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবেন?)

What business can be started for a small amount of money? (অল্প টাকায় কী কী ব্যবসা করা যায়?)

অল্প টাকায় ব্যবসা

How do I grow a business? (কীভাবে একটি ব্যবসা বড় করতে পারি?)

আপনার গ্রাহক বেসকে বাড়িয়ে ব্যবসার পরিসর বাড়ানো ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। এটি কিছুটা চ্যালেঞ্জিং । আপনার গ্রাহক বেস বৃদ্ধি করতে সহায়তা করার জন্য এখানে ৮টি বাস্তব পরামর্শ রয়েছে।

  • আপনার গ্রাহকদের আরো ভালোভাবে জানুন
  • গ্রাহক পরিষেবা দুর্দান্ত করুন
  • বিদ্যমান গ্রাহকদের লালন করুন এবং নতুন সুযোগগুলি সন্ধান করুন
  • সামাজিক মিডিয়া ব্যবহার করুন
  • নেটওয়ার্কিং ইভেন্টগুলিতে যোগ দিন
  • ইভেন্ট হোস্ট করুন
  • সামাজিক কাজ করুন
  • আপনার কাজের মূল্যায়ন করুন এবং আরো পরিশীলিত করুন

What businesses can we start in rural areas to make good profit? (গ্রামাঞ্চলে কোন ব্যবসা করলে ভালো লাভ পাওয়া যায়?)

গ্রামাঞ্চলে লাভজনক ব্যবসা

What do you need to start a small company? (ছোট আকারের একটি কোম্পানি/ ব্যবসা চালু করতে কী কী দরকার?)

ব্যবসা শুরু করতে প্রচুর কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে পরিকল্পনা করা, মূল আর্থিক সিদ্ধান্ত নেওয়া একাধিক আইনি ক্রিয়াকলাপ সম্পূর্ণ করা ইত্যাদি। প্রতিটি পদক্ষেপ নিচে দেখুন।

  • বাজার গবেষণা
  • ব্যবসায়িক পরিকল্পনা
  • ব্যবসার তহবিল সংগ্রহ
  • ব্যবসার অবস্থান
  • ব্যবসার কাঠামো
  • ব্যবসার নাম
  • ব্যবসার লাইসেন্স
  • টিআইএন নম্বর
  • ব্যবসার নামে ব্যাংক একাউন্ট
  • ব্যবসার নিবন্ধন

What are risk-free small businesses? (ঝুঁকিবিহীন ছোট ব্যবসা কোনগুলি?)

ঝুঁকিবিহীন ছোট ব্যবসা

What are your tips for new entrepreneurs? (নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী কী?)

 আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি ব্যবসায়ের প্রচুর অন্তর্দৃষ্টি অর্জন করেছিনতুন উদ্যোক্তার জন্য সর্বসময়ের সেরা ১০ টি সংকলন এখানে।

  • একটি শক্ত ব্যবসায়ের পরিকল্পনা তৈরি করুন
  • আর্থিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকুন
  • মিতব্যয়ী হোন – মনে রাখবেন আপনি নতুন উদ্যোক্তা
  • সাহায্য চাইতে ভয় পাবেন না
  • আপনার মেন্টরের উপর আস্থা রাখুন
  • আনুকূল্য বাজেটে বিপণন করুন
  • স্মার্টলি আপনার সময় পরিচালনা করুন
  • একটি স্বপ্নদর্শী দল তৈরি করুন
  • শেখার থামাতে না
  • যে কোনভাবেই আপনার উদ্যোগকে রক্ষা করুন

What business can be done besides studying? (পড়াশোনার পাশাপাশি কী কী ব্যবসা করা যায়?)

একটি সফল ব্যবসায়িক উদ্যোগ চালানো কোনও সাধারণ মানুষের কাজ নয়। বয়স দ্বারা এটি প্ররোচিত করা যায় না। এর মাধ্যমে এই বিশ্বে নিজের চিহ্ন তৈরি করা যায়।

অনেক সফল ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তাদের উদ্যোক্তা যাত্রা শুরু করেছিলেন। আমি  নিজে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আমার উদ্যোক্তা যাত্রা শুরু করেছিলাম। এখানে আমি শিক্ষার্থীদের জন্য ৯ টি সফল ব্যবসায়িক ধারণার একটি তালিকা প্রস্তুত করেছি।

  • ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
  • বিষয়বস্তু তৈরি
  • অ্যানিমেশন এবং ভিডিও তৈরি
  • বেবি কেয়ার
  • অনলাইন কোচিং সার্ভিস
  • জুয়েলারী মেকার
  • ইভেন্ট প্রমোটার
  • বিতরণ সেবা

What business can be done in addition to jobs abroad? (বিদেশে চাকরির পাশাপাশি কী কী ব্যবসা করা যায়?)

আপনার দিনের কাজটি রেখে ব্যবসা শুরু করার জন্য আপনাকে কেবল কৌশলী হতে  হবে।  এর মাধ্যমে আপনি  স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন।  এখানে ২০টি সুযোগের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই যেগুলি চাকরির পাশাপাশি শুরু  করতে পারেন।

১। ওয়েবসাইটগুলির জন্য কার্টুন ডিজাইন করুন

২। স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরি করুন

৩। একটি আকর্ষণীয় ভিডিও চিত্রিত করুন

৪। একটি অনলাইন ভার্চুয়াল স্টোর শুরু করুন

৫। একটি অনুমোদিত ওয়েবসাইট তৈরি করুন

৬। নিবন্ধন লেখা

৭। ব্লগিং

৮। পডকাস্টিং

৯। অনলাইন গবেষণা কাজ শুরু করুন

১০। অনলাইন পরামর্শদাতা

১১। স্টক ফটোগ্রাফি

১২। ফোরাম পোস্টিং

১৩। ফোরাম মডারেটর

১৪। অতিথি লেখক

১৫। অনুবাদ

১৬। ইবুক লিখে অনলাইনে বিক্রি

১৭। ভার্চুয়াল সহকারী

১৮। সম্পাদনা এবং প্রূফরিডিং এর কাজ

১৯। একটি ডিরেক্টরি তালিকা তৈরি করুন

২০। অনলাইনে পড়ানো শুরু করুন

What are the easy ways to start a business? (ব্যবসা শুরুর সহজ উপায় কোনগুলি?)

ব্যবসা শুরু করতে প্রচুর কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে পরিকল্পনা করা, মূল আর্থিক সিদ্ধান্ত নেওয়া একাধিক আইনি ক্রিয়াকলাপ সম্পূর্ণ করা ইত্যাদি। প্রতিটি পদক্ষেপ নিচে দেখুন।

  • বাজার গবেষণা
  • ব্যবসায়িক পরিকল্পনা
  • ব্যবসার তহবিল সংগ্রহ
  • ব্যবসার অবস্থান
  • ব্যবসার কাঠামো
  • ব্যবসার নাম
  • ব্যবসার লাইসেন্স
  • টিআইএন নম্বর
  • ব্যবসার নামে ব্যাংক একাউন্ট
  • ব্যবসার নিবন্ধন

How can we convert a losing business to a profitable one? (লসে থাকা একটি ব্যবসাকে কীভাবে লাভবান করা যায়?)

যখন ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবান থাকে, তখন কেবল ধনী হতে পারে। অন্যথায় ব্যর্থ হয়। ব্যর্থতার মূল কারণগুলি তদন্ত করে সঠিক পদক্ষেপ নিলে ব্যবসা কে পুনরুজ্জীবিত করা যায়। এর জন্য  দীর্ঘমেয়াদী প্রোগ্রাম প্রয়োজন।

একটি পুনর্গঠন প্রক্রিয়া যা লোকসান তৈরির সংস্থাকে লাভজনক হিসাবে রূপান্তর করে। এটি একটি জটিল প্রক্রিয়া যার জন্য একটি শক্তিশালী ম্যানেজমেন্ট টিম এবং সাউন্ড বিজনেস কোর প্রয়োজন। এটির জন্য একটি উপযুক্ত ব্যবস্থাপনার নেতৃত্ব, মূলধন এবং সংস্থার কর্মচারী এবং শেয়ারহোল্ডারদের আস্থা ও সমর্থন প্রয়োজন।

পুনর্গঠন প্রক্রিয়া ম্যানেজমেন্টে তিনটি ধাপ রয়েছে:

  • সংস্থার মুখোমুখি হওয়া সমস্যার নির্ণয়।
  • উপযুক্ত পুনর্গঠন প্রক্রিয়া কৌশল বেছে নেওয়া।
  • কৌশল বাস্তবায়ন।

নিম্নলিখিত সফল পুনর্গঠন প্রক্রিয়া কৌশলের প্রয়োজনীয়তা:

  • সমস্যা নির্ণয় করা
  • যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়ন
  • যোগাযোগ
  • তহবিলের প্রাপ্যতা
  • সহযোগিতা
  • ব্যবসার সামর্থ্য

How can you make a business sustainable? (আপনি কীভাবে একটি ব্যবসাকে টেকসই ব্যবসা করতে পারেন?)

টেকসই ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি পরিবেশগত প্রভাব, প্রাকৃতিক সংস্থান এবং ভবিষ্যতের প্রজন্মকে বিবেচনা করে। এছাড়াও, এটি বিনিয়োগে ভাল রিটার্ন দেয়। নেতিবাচক পরিবেশগত প্রভাব হ্রাস ব্যবসায়িক স্থায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

নিম্নলিখিত পদক্ষেপ একটি ব্যবসাকে টেকসই করে:

  • অপচয় হ্রাস এবং ব্যয় কমানো।
  • পরিবেশের কোন ক্ষতি না করা।
  • আইনী ঝুঁকি এবং বীমা ব্যয় হ্রাস করা।
  • পণ্য বা পরিষেবা এবং ব্র্যান্ডের পার্থক্য তৈরি করা।
  • নতুন পণ্য তৈরি করা এবং নতুন বাজার সৃ্ষ্টি করতে উদ্ভাবনের দিকে নজর দেওয়া।
  • ভোক্তাদের সাথে কোম্পানির খ্যাতি শেয়ার করা।
  • বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানো।
  • কর্মীদের আকর্ষণ এবং ধরে রাখতে ইনোভেটিভ পদক্ষেপ গ্রহণ করা।

How to make a highly profitable company?  কীভাবে একটি উচ্চ লাভজনক সংস্থা তৈরি করবেন?

উচ্চ মুনাফা অর্জনকারী সংস্থা তৈরি করতে আপনি কয়েকটি পয়েন্ট নিতে পারেন:

  • একটি প্রতিভাবান দল তৈরি করতে হবে।
  • একটি বড় ঝুঁকি নিতে হবে। ঝুঁকি যত বড় লাভ তত বেশি।
  • ধৈর্যশীল এবং কঠোর হতে হবে।
  • সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
  • নিজেকে এবং আপনার সংস্থার প্রচার করতে ভয় পাবেন না।
  • হালকা উত্তেজক হতে হবে এবং ভুলগুলি খোঁজে বের করতে হবে।
  • জুনিয়র কর্মীদের শক্তিশালী করতে হবে।
  • একটি বড় নেটওয়ার্কার হতে হবে।
  • একটি বৃহৎ লাভজনক সংস্থা নির্মাণ সম্পর্কে দৃষ্টি নিবদ্ধ করতে হবে।
  • গর্বিত হতে হবে এবং শেয়ার করতে হবে।

Where can I get a good idea for building a successful startup?  (সফল স্টার্টআপ গড়ার জন্য আমি কোথায় ভাল ধারণা পেতে পারি?)

স্টার্টআপের জন্য ভাল ধারণা খুব গুরুত্বপূর্ণ। যদি যেকোন ধরণের স্টার্টআপের ভাল ধারণার সম্পর্কিত পরামর্শ লাগে, তাহলে এখানে যোগাযোগ করুন। অথবা আপনার প্রয়োজনীয়তা জানিয়ে ইমেল করুন: [email protected]


Digital Marketing Tools and Techniques for the Business.

Digital Marketing for Online Business

টাকা উপার্জন সংক্রান্ত অন্যান্য ব্লগ:

টাকার অভাব কখনও হবে না যদি এ শিক্ষা থাকে

ধনী হওয়ার তিনটি সরল নিয়ম

টাকা ছাড়া শুরু করে কীভাবে ধনী হওয়া যায়?

কীভাবে একটি স্টার্টআপ তৈরি করার মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করা যায়?

কীভাবে ৩০ বছর বয়সের মধ্যে আপনি ধনী হবেন?

কোন সম্পদগুলো মানুষকে ধনী করে?

যে দক্ষতাগুলো আপনাকে ধনী করবে।

কীভাবে চল্লিশে কোটিপতি হবেন?

১০টি সেরা বই, যেগুলো আপনাকে ধনী হতে সাহায্য করবে।

গ্রামে বসে কী কী ব্যবসা করা যায়?

অনলাইনে উপার্জনের কিছু পদ্ধতি


Subscribe

Sign up for our newsletter and stay up to date

*
Scroll to Top